কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফে বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভোররাত ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে বিজিবি বিওপি’র দক্ষিণে গোলারচর পয়েন্টে মাদক চোরাকারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাফ নদীতে নৌকায় করে দুই মাদক চোরাকারবারিকে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করতে দেখে বিজিবি টহল দলের সদস্যরা তাদের তাড়া করে। চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। অন্য জন সাঁতার কেটে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৫২ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক পাওয়া গেছে।’
নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মিয়ানমারের নাগরিক।’
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলিম জানিয়েছেন, ‘সকালে জেলেপাড়ার বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এখনো তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’
Comments