প্রবাস

অন্টারিও শহীদ মিনার নির্মাণ কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের বহিষ্কারের আহ্বান

Ontario
অন্টারিও। ছবি: রয়টার্স ফাইল ফটো

কানাডার অন্টারিওতে শহীদ মিনার নির্মাণ কমিটি আইএমএলডি থেকে দুই ‘অভিযুক্ত অর্থপাচারকারী’কে বহিষ্কারের দাবি জানিয়েছে টরন্টোর কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

গত রোববার স্থানীয় সময় রাত ৮টায় সংগঠনের এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানানো হয়েছে।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহবুব চৌধুরী রনি’র সঞ্চলানায় ভার্চুয়াল সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন।

তারা শহীদ মিনার নির্মাণ কমিটি থেকে চিহ্নিত অভিযুক্ত ও বিতর্কিত ব্যক্তিদের বহিষ্কার করার আহ্বান জানান। এমনকি, যাদের কারণে এই অভিযুক্তদের কমিটি থেকে বের করে দেওয়া যাচ্ছে না তাদেরকেও চিহ্নিত করার বিষয়টিও সভায় আলোচিত হয়।

এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, সেসব ব্যক্তিদের সামাজিকভাবে বর্জন করার ঘোষণা দেওয়া হবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেছেন।

তারা বলেছেন, যারা বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতি করে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে জনগণকে পথে বসাচ্ছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করছে, সেসব অর্থপাচারকারীদের স্থান কানাডার বাঙালি কমিউনিটিতে হবে না।

শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের চেতনা-মর্যাদাকে অম্লান রাখতে হবে উল্লেখ করে তারা আরও বলেছেন, শহীদের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের কাছে মাথা নত না করা। একুশ হচ্ছে দেশপ্রেম ও প্রতিবাদের আরেক নাম। একুশ হচ্ছে স্বাধীনতার ভিত্তিমূল।

শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়ায় কোনো বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিকে রাখা হলে শহীদের আত্মদান স্মরণে নির্মিত মিনার কলঙ্কিত ও অপবিত্র হবে বলেও মন্তব্য করেছেন তারা।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি আইএমএলডি নেতৃবৃন্দকে কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে ‘অভিযুক্ত অর্থপাচারকারীদের বহিষ্কারের বিষয়ে’ আলোচনা জন্য বৈঠকের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একটি সর্বজনীন গ্রহণযোগ্য উদযাপন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি, আইএমএলডি বিলুপ্তি ঘোষণা করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় যোগ দিয়েছিলেন ব্যারিস্টার আলমগীর হোসাইন, আহমেদ হোসেন, ড. মঞ্জুরে খোদা, ফাইজুল করিম, সুমন সাঈদ, মাসুক মিয়া, আজফর সাঈদ ফেরদৌস, ইমরুল ইসলাম, জাকির খান, মাসুদ আলী লিটন, সাদ চৌধুরী, সাকের মোস্তফা চৌধুরী, মৈয়ত্রী দেবী, আনম ইউসুফ, আসাদ নিশু, আইরিন, রাজিবুর, নওশের আলী, মোহাম্মাদ বাশার, রুহুল চৌধুরী, রোকেয়া পারভিন, আরিফ আহমেদ, জাকারিয়া চৌধুরী, ইসমত আরা, মুনির রশিদ, সোলায়মান তালুকদার, ইলিয়াস খান, লিটলী রায়, মামুনুর রশীদ, সুমন সিদ্দিক, ফাইজুল চৌধুরী, ইনতিকাব চৌধুরী তুহিন, ড. সুরভি সাঈদ প্রমুখ।

Comments

The Daily Star  | English

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

Meanwhile, fresh series of explosions were reported in the Iranian capital Tehran, as per AFP journalist

1d ago