টাই না পরায় এমপিকে সংসদ থেকে বের করে দিলেন স্পিকার
টাই বা গলাবন্ধনী না পরায় নিউজিল্যান্ডের সংসদ থেকে মাওরি পার্টির এক নেতাকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, পুরুষ সংসদ সদস্যরা কেবল টাই পরে থাকলে সভাকক্ষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারেন। তবে টাই না পরায় স্পিকার ট্রেভর মালার্ড সেই সংসদ সদস্য রাওইরি ওয়েইতিতিকে দুবার প্রশ্ন করতে বাধা দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সংসদ থেকে বের হয়ে যাওয়ার সময় ওয়েইতিতি বলেন, ‘বিষয়টি টাইয়ের নয়, সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত।’
তিনি টাইকে ‘ঔপনিবেশিক ফাঁস’ হিসেবে উল্লেখ করেছেন এবং এর পরিবর্তে সবুজ পাথরের মালা পরেছিলেন।
দ্বিতীয়বার থামিয়ে দেওয়ার পরও প্রশ্ন অব্যাহত রাখায় স্পিকার ট্রেভর মালার্ড সংসদ সদস্য রাওইরি ওয়েইতিতিকে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।
স্পিকারের আচরণকে ‘আপত্তিকর’ উল্লেখ করে ওয়েইতিতি জানান, তিনি ‘মাওরি ব্যবসায়ীদের পোশাক’ পরেছিলেন।
তবে মাওরি পার্টির টাই পরিহিত আরেক নেতা ডেবি নাগেরেওয়া-প্যাকার ওয়েইতিতির বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন, কিন্তু তিনি এতে কোনো সাড়া পাননি।
Comments