লালমনিরহাটে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
লালমনিরহাট সদর উপজেলার পৌরসভা এলাকায় পূর্ব সাপ্টানা গ্রামে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে রংপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকালে অবৈধ ইটভাটা দুটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার।
‘সান ব্রিক্স’ ও ‘স্যার ব্রিক্স’ নামের অবৈধ ইটভাটা দুটি একই এলাকায় পাশাপাশি অবস্থিত।
রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মেজবাবুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, গেল দেড় যুগ ধরে ইটভাটা দুটি পৌর এলাকার ভেতর অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। ইটভাটা দুটির ছিল না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটা দুটির মালিককে আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের যন্ত্রপাতি ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
Comments