কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে চীনের দুই প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের চুক্তি

কক্সবাজার বিমানবন্দর। ছবি: উইকিপিডিয়া

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে চীনের চাংজিয়াং ইয়াচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো (সিওয়াইডব্লিউইবি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) জয়েন্টভেঞ্চার (জেভি) এর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এবং সিওয়াইডব্লিউইবি-সিসিইসিসি জেভির প্রতিনিধি ইয়াং জিজুন এ চুক্তিতে সই করেন।

আজ বেবিচক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ প্রকল্পের মাধ্যমে বিমানবন্দরের রানওয়ে এক হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা হবে। প্রকল্পটি শেষ হলে সেখানে বোয়িং ৭৭৭-৩০০ইআর, বোয়িং ৭৪৭-৪০০ এর মতো বড় উড়োজাহাজ পরিচালনায় সুবিধা হবে।

প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বাস্তবায়ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় বেবিচক।

বেবিচক সূত্র জানায়, প্রকল্পটি শেষ হলে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের মোট দৈর্ঘ্য হবে ১১ হাজার ৭০০ ফুট। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৬৮ দশমিক ৮৬ কোটি টাকা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago