রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে তুরস্কের দর-কষাকষি
দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কে দাগ ফেলেছিল রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র। এ কারণে ন্যাটোর এই গুরুত্বপূর্ণ সদস্যকে গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তুরস্ক এখন দেশটিতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি পুনর্বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলসি আকারের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন না করুক। কেননা, ২০১৯ সালে এই ক্ষেপণাস্ত্র ন্যাটোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী হুলসি আকার গতকাল তুরস্কের দৈনিক হুরিয়াত’কে এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি বিষয়টি নিয়ে আপস করতে প্রস্তুত রয়েছেন।
তিনি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে একটি সমাধানে আসতে পারি। কিন্তু, আমাদের প্রত্যাশা (সিরিয়ার কুর্দি বাহিনী) ওয়াইপিজি’র ঘটনাগুলো তারা (যুক্তরাষ্ট্র) পর্যালোচনা করবে।’
‘যদি এ বিষয়ে কোনো সমাধান না পাওয়া যায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কোথাও দাঁড়াবে না,’ যোগ করেন প্রতিরক্ষা মন্ত্রী আকার।
গতকাল ব্লুমবার্গ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে কেনা অস্ত্রগুলোর খুচরা যন্ত্রাংশ পাওয়ার পাশাপাশি মার্কিন অবরোধের হাত থেকে দেশটির অর্থনীতি রক্ষা করতে চায় তুরস্ক।
Comments