টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তোলার জন্য না: অর্থমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টিকা নিয়েছেন নিজের জন্য, ছবি তোলার জন্য নয়।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন অর্থমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া

করোনাভাইরাসের টিকা নেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টিকা নিয়েছেন নিজের জন্য, ছবি তোলার জন্য নয়।

আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন অর্থমন্ত্রী। তিনি গতকাল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেওয়ার কথা জানালে সাংবাদিকরা ছবি দিতে বলেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তোলার জন্য নয়।’

হাসপাতালে ভিড় করে টিকা নেওয়ার ছবি তোলার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি দেখলাম সবাই টিকা নিচ্ছে ছবি দেখানোর জন্য। আমি রেকর্ড রাখতে চাই না, কারণ এটা সুখকর খবর না। অনেক মানুষ জীবন হারিয়েছেন। আমি বিষয়টা কনস্ট্রাকটিভ ভাবে দেখতে চাই।’

তিনি বলেন, আপনারা আমার মাধ্যমে এই খবরটা পৌঁছে দেন যে, টিকা নিলের নিজের জীবন বাঁচবে, অন্যদেরও বাঁচতে সহায়তা করা হবে।

টিকা নেওয়ার সময়ের অনুভূতি সম্পর্কে বলেন, ‘মনে হলো একটা গুতা খাইছি, তাছাড়া অন্যকিছু নয়। একটা ইনজেকশন নেওয়ার সময় যেমন লাগে তেমনই লেগেছে।’

তিনি বলেন, ছোট বেলায় অনেক টিকা নিয়েছি। জ্বর আসত, ব্যথা হয়। এবার তেমন কিছুই হয়নি। জ্বরও আসেনি। ব্যথাও হয়নি। ভালো আছি। আপনারা সবাই টিকা নিন।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago