স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হবে ড্রোন শো

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্যভাবে উদযাপনে ড্রোন শো, এরিয়াল শো ও ফায়ারওয়ার্কসের আয়োজন করবে সরকার।
ফাইল ফটো

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্যভাবে উদযাপনে ড্রোন শো, এরিয়াল শো ও ফায়ারওয়ার্কসের আয়োজন করবে সরকার

এজন্য আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মুক্তিযাদ্ধা মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় দেশবাসীকে সাথে নিয়ে উদযাপন ও তাদেরকে উত্সবে সম্পৃক্ত করতে চায়।

তিনি বলেন, এই সব আয়োজনে এ যাবতকালের অর্জনগুলো তুলে ধরা হবে।

অর্থমন্ত্রী বলেন, অফিসে বসে করলে তো দেশবাসীকে জানান দেয়া হবে না। দেশবাসীকে অবহিত করতেই এ সব আয়োজন হবে।

কাজগুলো কারা করবে এবং কত টাকা ব্যয় হবে এমন প্রশ্নে তিনি বলেন, আগামী সপ্তাহে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় তা বলা যাবে।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

27m ago