মিরপুর টেস্ট চারদিনের বেশি যাবে বলে মনে হচ্ছে না উইন্ডিজের

Kraigg Brathwaite
ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রামে পঞ্চম দিনের একদম শেষ সময় পর্যন্ত খেলা হয়েছিল। তবে মিরপুরের উইকেটের ধরণের আভাস দিচ্ছে ভিন্ন বার্তা। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের মনে হচ্ছে না এই টেস্টে চার দিনের বেশি খেলা হবে।

দেশের সবচেয়ে টার্নিং উইকেট হয় মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই। ২০১৮ সালে অবশ্য চট্টগ্রাম, মিরপুর দুটি টেস্টই শেষ হয়ে গিয়েছিল তিনদিনে। এবার চট্টগ্রামে পাঁচ দিন খেলা হওয়ায় মিরপুরের উইকেট নিয়ে বেড়ে কৌতূহল। তবে ম্যাচের আগের দিন উইকেট দেখে ব্র্যাথওয়েটের মনে হচ্ছে খেলা ফল হবে পাঁচদিনের আগেই, ‘আমার তাই মনে হচ্ছে (চারদিনের বেশি যাবে না)। এখনো বলতে পারছি না কীভাবে আচরণ করবে, দেখে মনে হয়েছে শুস্ক। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং বা বোলিং যাই আগে পাই না কেন।’

এমন উইকেটে বাড়তি একজন স্পিনার খেলানোর চিন্তাও করছে উইন্ডিজ। রাহকিম কর্নওয়াল আর জোমেল ওয়ারিকনের পাশাপাশি দলে আছেন বাঁহাতি স্পিনার ভিরাসামী পেরমল, তাকে দেখা যেতে পারে একাদশেও,‘ যদি উইকেটের কথা ভাবি তাহলে এটা একটা চিন্তা হতে পারে (বাড়তি স্পিনার রাখা। পেরমল মানসম্পন্ন স্পিনার। যার এখানে খেলার অভিজ্ঞতা আছে। কাল সকালে আমরা সিদ্ধান্ত নেব।’

২০১২ সালের উইন্ডিজের বাংলাদেশ সফরে অভিষেক হয়েছিল পেরমলের। লম্বা সময় পর তিনি আবার এসেছেন ক্যারিবিয়ান দলে।

ব্র্যাথওয়েট জানান প্রথম টেস্টের উইকেটের সঙ্গে মিল আছে এই উইকেটের। তবে খেলা শুরুর আগেই উইকেটে কিছু ফাটল দেখতে পেয়েছেন তিনি,  ‘শুষ্কতার দিক থেকে প্রথম টেস্টের সঙ্গে মিল আছে।। এখানে কিছু ফাটল দেখলাম। সম্ভবত প্রথম টেস্টের চেয়েও মন্থর হতে যাচ্ছে।’

 

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

28m ago