ট্রাম্পের বিরুদ্ধে সাবেক রিপাবলিকানদের ‘নুতন দল’
রিপাবলিকান পার্টি যেহেতু আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সংবিধানবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছু বলছে না তাই কয়েকজন সাবেক রিপাবলিকান একটি ‘মধ্য-ডানপন্থি’ দল গঠনের বিষয় নিয়ে আলোচনা করছেন।
আলোচনায় অংশ নেওয়া এমন চার জনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১২০ জনের বেশি সাবেক রিপাবলিকান নেতা গত শুক্রবার জুম বৈঠকে ‘নতুন দল’ গঠনের বিষয়ে আলোচনা করেছেন। তবে এটি এখনো খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
নির্বাচিত রিপাবলিকান নেতাদের পাশাপাশি সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ বুশ সিনিয়র, জর্জ ডব্লিউ বুশ ও ট্রাম্প প্রশাসনে কর্তরত ছিলেন এমন কয়েকজনও সেই আলোচনায় ছিলেন।
তারা যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের শাসন, যা ট্রাম্পের আমলে ভূলুণ্ঠিত হয়েছিল, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন।
Comments