লাদাখের পাংগং সো সীমান্ত থেকে সেনা সরাতে রাজি চীন-ভারত
লাদাখের পাংগং সো সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে চীন ও ভারত।
আজ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির রাজ্যসভায় বলেছেন, দেশ দুটি লাদাখের পাংগং সো সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে চুক্তি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
রাজ্যসভায় রাজনাথ বলেছেন, দুই দেশের সামরিক কমান্ডার ও কূটনীতিকদের বেশ কয়েক দফা আলোচনার পর এই সমঝোতা হয়েছে।
‘চুক্তি অনুযায়ী ভারত ও চীন পর্যায়ক্রমে ও সমন্বয় করে লাদাখের পাংগং লেকের উত্তর ও দক্ষিণ পাড় থেকে সৈন্য সরিয়ে নেবে,’ যোগ করেন তিনি।
তিনি জানিয়েছেন, চীনের সেনারা লেকের উত্তর পাড়ের এলাকা থেকে ফিঙ্গার এইটের পূর্বে অবস্থান করবে এবং ভারতের সেনারা ফিঙ্গার থ্রি’র কাছে ধান সিং থাপা পোস্টে তাদের স্থায়ী ঘাঁটিতে অবস্থান করবে। দুই দেশ লেকের দক্ষিণ পাড়েও একই ব্যবস্থা নেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘২০২০ সালের এপ্রিল থেকে লেকের উত্তর ও দক্ষিণ পাড়ে ভারত ও চীন যেসব অবকাঠামো গড়ে তুলেছে তা সরিয়ে নেওয়া হবে এবং সেখানকার ভূ-প্রকৃতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।’
Comments