তৃতীয় রাউন্ডে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া বাকী গ্র্যান্ডস্ল্যাম শিরোপা একাধিকবার জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এ আসরেও এমন কিছু করতে দারুণ গতিতেই এগিয়ে যাচ্ছেন তিনি। আরও একটি সহজ জয়ে তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এ তারকা।
ছবি: টুইটার

অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া বাকী গ্র্যান্ডস্ল্যাম শিরোপা একাধিকবার জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এ আসরেও এমন কিছু করতে দারুণ গতিতেই এগিয়ে যাচ্ছেন তিনি। আরও একটি সহজ জয়ে তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এ তারকা।

বৃহস্পতিবার মেলবোর্ন পার্কে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল মোহকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন নাদাল। ছেলেদের এককের দ্বিতীয় রাউন্ডের এ ম্যাচে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে জিতেছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা এ তারকা।

অপর ম্যাচে রাশিয়ার দানিল মেদভেদেভও সহজ জয় পেয়েছেন। সরাসরি সেটে হারিয়েছেন স্পেনের কারবায়েস বায়েনাকে। ৬-২, ৭-৫ ও ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ৪ নম্বর বাছাই এ তারকা। ব্রাজিলের থিয়াগো মনতিরোকে ৬-৪, ৬-৪ ও ৭-৬(১০-৬) গেমে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন ৭ নম্বর বাছাই রাশিয়ান আন্দ্রে রুবলেভ।। চেক প্রজাতন্ত্রের থমাস মাচেককে ৬-৩, ৬-২, ৪-৬ ও ৬-৩ গেমে পরের রাউন্ডে উঠেছেন ৯ নম্বর বাছাই ইতালির মাত্তেও বেরেত্তিনি।

৫ নম্বর বাছাই স্তেফানস সিতসিপাসের জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। অবাছাই অস্ট্রেলিয়ান থানাসি কোকিনাকিসকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১, ৬-৭ (৫-৭) ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন তিনি। 

নারীদের এককে সহজে জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ১ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলিহ বার্টি। স্বদেশী ডারিয়া গাভরিলোভাকে ৬-১ ও ৭-৬ (৯-৭) গেমে হারান তিনি। ৫ নম্বর বাছাই ইউক্রেনের এলিনা ভিতোলিনা ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কোকো গাফকে। একই দেশের ড্যানিয়েল কলিন্সকে ৭-৫ ও ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ৭ নম্বর বাছাই ক্যারোলিনা প্লিসকোভা।

তবে অঘটনের শিকার হয়েছেন ৪ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। এস্তোনিয়ার কাইরা কানেপির কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন তিনি। ৩-৬ ও ২-৬ গেমে হেরে যান এ মার্কিন তারকা।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago