আমাজনে করোনার নতুন ভ্যারিয়েন্ট ৩ গুণ বেশি সংক্রামক: ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিলের আমাজনে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তিনগুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েল্লো।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমাজনের শহর মানাউসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নতুন এই ভ্যারিয়েন্ট মারাত্মকভাবে ছড়িয়েছে। চাপের মুখে স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো আইনপ্রণেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।
গতকাল এডুয়ার্দো জানিয়েছেন, প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভ্যাকসিনগুলো নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তবে তিনি এর কোনো প্রমাণ উল্লেখ করেননি।
তিনি আরও জানিয়েছেন, এই সংক্রমণ অপ্রত্যাশিত। কিন্তু, তা এখন নিয়ন্ত্রণে চলে আসছে।
গত তিন সপ্তাহ আগে চীনের সিনোভ্যাক ও যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে টিকাদান কর্মসূচি শুরু করেছে ব্রাজিল।
এদিকে, গতকাল ব্রাজিলের সিনেটে এক শুনানিতে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, আগামী জুনের মধ্যে দেশের যোগ্য নাগরিকদের অর্ধেকই ভ্যাকসিন পাবেন। বাকিরাও এই বছরের মধ্যে ভ্যাকসিন পাবেন।
তবে এই লক্ষ্যমাত্রা কীভাবে অর্জিত হবে তার কোনো ব্যাখ্যা দেননি তিনি।
সিনেটে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ, প্রাথমিক বিশ্লেষণ থেকে আমাদের কাছে স্পষ্ট সংবাদ এসেছে যে এই (নতুন) ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনগুলো কার্যকর। তবে এটি (নতুন ভ্যারিয়েন্ট) আরও সংক্রামক। আমাদের বিশ্লেষণে দেখা গেছে এটি তিনগুণ বেশি সংক্রামক।’
মানাউসে শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ কীভাবে পাওয়া গেছে সেই বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা না দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ এই বিষয়ে জানতে চায় রয়টার্স। তবে তত্ক্ষণিকভাবে তারা কোনো উত্তর দেননি।
চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের পরীক্ষা ও উৎপাদনের সঙ্গে যুক্ত থাকা ব্রাজিলের বুটানটান ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদের টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
অক্সফোর্ডের ভ্যাকসিনের উন্নয়নের সঙ্গে যুক্ত থাকা রিও ডি জেনিরোর ফিয়োক্রুজ বায়োমেডিকেল সেন্টার জানিয়েছে, আমাজন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে। অক্সফোর্ডে এর নমুনা পাঠানো হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
Comments