অস্ত্র দেখিয়ে বিরোধী প্রার্থীদের হুমকি, যুবলীগ নেতাসহ ৩ জনের দণ্ড
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ অস্ত্র দেখিয়ে পৌরসভা নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে অস্ত্রসহ যুবলীগের এক নেতা ও দুই কর্মীকে আটকের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের নতুন তেঁতুলিয়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তদের সাজা দেন উক্ত পৌরসভা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। তিনিই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে জীবননগরের হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জুম্মাত মন্ডলকে দুই মাসের এবং তার অপর দুই সঙ্গীর মধ্যে পান্নু মন্ডলকে ছয় মাস ও আইয়ুব মন্ডলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দুই সঙ্গীও উপজেলার হাসাদাহ গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকায় জুম্মত মন্ডল তার সহযোগীদের নিয়ে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে ভোট দিতে সবাইকে আহ্বান জানাচ্ছিলেন। সেসময় একইসঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন, তাদের নাম উচ্চারণ করেও হুমকি প্রদান করেন। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং হাতেনাতে জুম্মত ও তার দুই সহযোগীকে ধরে ফেলেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী শাহাজাহান কবীর (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী খোকন মিয়া (হাতপাখা) অংশগ্রহণ করছেন।
এ ছাড়া, সংরক্ষিত কাউন্সিলর পদে নয় জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Comments