তামিলনাড়ুর আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ১১
ভারতের তামিলনাড়ুর বীরুধুনগর জেলার সাত্তুরের কাছে আচানকুলাম গ্রামে একটি বেসরকারি আতশবাজি কারখানায় বিস্ফোরণে এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার এ ঘটনা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এখনো অনেক মানুষ কারখানার ভেতরে আটকে আছেন।
সান্থানামারির অন্তর্গত ‘শ্রী মারিয়াম্মান আতশবাজি’ কারখানাটি কয়েক বছর ধরে আতশবাজি উৎপাদন করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ কারখানার প্রায় ছয়টি কক্ষে মজুত থাকা আতশবাজিতে একের পর এক বিস্ফোরণ ঘটে।
পুলিশ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায়, দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি বলেন, শোকার্ত পরিবারের প্রতি তার সমবেদনা। তিনি মৃতদের পরিবারকে ২ লাখ করে রুপি দেওয়ার ঘোষণা দেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালানিস্বামী মৃতদের আত্মীয়দের তিন লাখ রুপি এবং দুর্ঘটনায় আহতদের এক লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী তামিলনাড়ু সরকারের কাছে অবিলম্বে উদ্ধার এবং জরুরিভিত্তিতে সমর্থন এবং ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাহুল টুইট করেন, ‘তামিলনাড়ুর বীরুধুনগরে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা। যারা এখনো ভেতরে আটকে আছে তাদের কথা ভেবে খারাপ লাগছে।’
বীরুধনগরের জেলা কালেক্টর আর কান্নান ও পুলিশ সুপারিন্টেনডেন্ট পেরুমল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা রাজস্ব কর্মকর্তা বলেছেন, কারখানার লাইসেন্স স্থগিত করা হবে।
Comments