সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলা

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সংসদ প্রাঙ্গণের বাইরে প্রেসিডেন্ট ভবনের কাছে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চালানো এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে, কতজন হতাহত হয়েছে, তা তারা নির্দিষ্ট করে বলেনি।
আজ সোমালিয়ার পুলিশের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আদেন জানান, আজ সকাল ৯টার দিকে সুরক্ষিত গ্রিন জোনে এ বোমা হামলার ঘটনা ঘটে। বোমাসহ গাড়িটি খুব দ্রুত গতিতে ওই এলাকার একটি নিরাপত্তা চৌকিতে গিয়ে বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে, তাদের সংখ্যা নির্দিষ্ট করে বলেনি পুলিশ। বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সাম্প্রতিক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মোগাদিসুতে এ ধরনের হামলার ঘটনা ঘটল।
Comments