৩ নদীর মোহনায় বর-কনের ফটোসেশন

পদ্মা-মেঘনা-ডাকাতিয়া তিন নদীর মোহনায় বর-কনেকে নিয়ে চাঁদপুরে প্রথমবারের মতো ফটোসেশনের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

পদ্মা-মেঘনা-ডাকাতিয়া তিন নদীর মোহনায় বর-কনেকে নিয়ে ব্যতিক্রমী ওয়েডিং ফটোসেশনের আয়োজন নিয়ে চাঁদপুরে আলোড়ন সৃষ্টি হয়েছে।

ব্যতিক্রমী এই আয়োজনের মূল কর্ণধার চট্টগ্রামের বাপ্পি হাসান বলেন, ‘গত ১৫ জানুয়ারি চাঁদপুর শহরের একটি ক্লাবে স্থানীয় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর বিয়ের ছবি তোলার আমন্ত্রণ পাই। আমরা যখন চাঁদপুর আসি তখন চাঁদপুরের পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদীর মিলন স্থলটি চোখে পড়ে। আমার তখনই মনে হয়েছিল এখানে ব্যতিক্রমী কিছু করি।’

ছবি: সংগৃহীত

‘বরের সঙ্গে পরামর্শ করে চাঁদপুরের পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদীর মিলনস্থল বড়স্টেশন এলাকায় গাদা ফুল দিয়ে নৌকা সাজিয়ে বর-কনের  ছবি তোলার পরিকল্পনা করি। বিয়ের অনুষ্ঠান  ছিল শুক্রবার দুপুরে। অনুষ্ঠানের আগেই বর কনেকে সাজিয়ে চাঁদপুরের পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদীর মিলন স্থলে আনা হয়। সেখানে আগে থেকে ফুলে দিয়ে সজ্জিত একটি নৌকা ছিল। ওই নৌকায় বর-কনের কিছু ছবি তোলা হয়,’ বলেন তিনি।

Comments