প্রবাস

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প

ছবি গুগল থেকে নেওয়া

জাপানের স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটের দিকে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল জাপানের মিয়াগি প্রিফেকচারের মিয়াগি শহর। ফুকুশিমা প্রিফেকচারেও একই মাত্রার কম্পন অনুভূত হয়। কম্পনটি প্রায় ১ মিনিট স্থায়ী হয়। তবে, সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ভূমিকম্পের কারণে মিয়াগি প্রিফেকচারের বিমানবন্দর সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। ফুকুশিমা এবং ইওয়াতে প্রিফেকচারের কিছু এলাকাও অন্ধকারে নিমজ্জিত হয়।

ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও সড়কের সিগনাল এবং এলেভেটর বন্ধ হয়ে যায়। কিছু এলাকায় রেলযোগাযোগও বন্ধ হয়ে যায়। মিয়াগি প্রিফেকচারে তিন জন, ফুকুশিমাতে একজন এবং টোকিওতে একজনের আংশিকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

তবে, টোকিও এবং আশপাশের জেলাতে জাপানি স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসময় এসব এলাকার কয়েক লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আতঙ্ক মানুষ রাস্তায় বেড়িয়ে পড়ে। এর মাত্র ৩ মিনিট পর একই এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়।

জাপান আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কয়েকবার ভূমিকম্পের সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ একই অঞ্চলে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল।

[email protected]

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago