মেসির নৈপুণ্যে আলাভেসকে উড়িয়ে দিল বার্সেলোনা

ছবি: টুইটার

দিন তিনেক পরেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। হাইভোল্টেজ সে ম্যাচে নামার আগে কোপা দেল রের ম্যাচে সেভিয়ার বিপক্ষে হারে কিছুটা হলেও আত্মবিশ্বাসে চিড় ধরেছিল দলটির। তবে লা লিগার ম্যাচে দিপার্তিভো আলাভেসের বিপক্ষে বড় জয়ে সে ঘাটতি পূরণ করেছে কাতালানরা। মূলত দলের সেরা তারকা লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যেই সহজ জয় পায় দলটি।

ন্যু ক্যাম্পে শনিবার আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দলের হয়ে জোড়া গোল করেছেন মেসি। জোড়া গোল পেয়েছেন ফ্রান্সিসকো ত্রিনকাও-ও। অপর গোলটি করেছেন জুনিয়র ফিরপো। এ জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো দলটি।

এদিন বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ লিগ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন মেসি। লা লিগায় ৫০৫টি ম্যাচ খেলে সাবেক বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজের রেকর্ড ভাগ বসান বার্সা অধিনায়ক। অবশ্য তার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আরও অনেক সুযোগই থাকছে তার।

অথচ গত অক্টোবরে নিজেদের মাঠে এই আলাভেসের সঙ্গে পয়েন্ট খুইয়েছিল বার্সেলোনা। এবার তাদের উড়িয়েই দেন মেসিরা। ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে দলটি। তবে সে অর্থে আক্রমণ গোছাতে পারছিল না তারা। তবে ২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় দলটি। ডান প্রান্ত থেকে অস্কার মিঙ্গুয়েজার ক্রস গোলরক্ষক ঠিকভাবে ঠেকাতে না পারলে বাঁ প্রান্তে ফাঁকায় বল পেয়েছিলেন ইলাইস মোরিবা। নিশ্চিত হতে এগিয়ে আসা মেসির উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন তিনি। কিন্তু পাশেই থাকা ত্রিনকাও ছোঁ মেরে বল ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

এগিয়ে গিয়ে আক্রমনের ধার আরও বাড়িয়ে দেয় বার্সেলোনা। ছয় মিনিট পর বল জালে জড়িয়েছিলেন মেসি। নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো বলে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর বল মেরে সুযোগ নষ্ট করেন আতোঁয়ান গ্রিজমান। তবে গোলরক্ষক ঠেকিয়ে দিলে ডান প্রান্তে বল পেয়ে যান মেসি। আলতো টোকায় বল জালে জড়ান। কিন্তু বিস্ময়করভাবে ভিএআরে অফসাইড ঘোষণা করে গোলটি বাতিল করেন রেফারি। অথচ রিপ্লেতে বল ধরার আগে অনেক পেছনেই ছিলেন গ্রিজমান।

তবে বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোল পান মেসি। সের্জিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে তিন খেলোয়াড় মাঝ দিয়ে ট্রেডমার্ক শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক।

৫৭তম মিনিটে বার্সার প্রথম গোলের যোগানদাতা মোরিবার ভুলে ব্যবধান কমায় আলাভেস। সতীর্থকে পাস দিতে গিতে লুইস রিওহার পায়ে বল তুলে দেন। ফাঁকায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে বকা বানিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান এ স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে অবিশ্বাস্য এক মিস করেন মেসি। তবে মেসি মিস করলেও ফিরতি বল থেকে গোল পেয়ে যান ত্রিনকাও। নিজের অর্ধ থেকে পেদ্রির নিখুঁত পাস ফাঁকায় গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মেসি। কিন্তু গোলরক্ষককে কাটাতে গিয়ে বল হারান তিনি। ফাঁকায় সে বল পেয়ে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-১ করেন ত্রিনকাও।

পরের মিনিটেই যেন আগের সুযোগ নষ্ট করার ঘাটতি পুষিয়ে দেন মেসি। গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে আরও একটি ট্রেডমার্ক শটে লক্ষ্যভেদ করেন মেসি। আর এ গোলে তার গোল সংখ্যা হলো ১৫টি। সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় ফিরলেন বার্সা অধিনায়ক।

৮০তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। মেসির দারুণ চিপে ডান প্রান্তে বল পেয়ে আড়াআড়ি ক্রস করেন গ্রিজমান। ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়াতে কোনো ভুল হয়নি ফিরপোর। ফলে সহজ জয়ে মাঠ ছাড়ে দলটি।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

21m ago