নরসিংদীতে কেন্দ্র থেকে ব্যালট ছিনতাই, আটক ১
নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আজ রোববার দুপুরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যালট পেপার ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।’
তিনি বলেন, ‘মাত্র ৫৯টি ভোট কাস্ট হয়েছিল। এর মধ্যে একদল লোক অতর্কিতভাবে কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে একজন কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
এদিন সকাল ৮টা থেকে নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে এবং মাধবদী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।
Comments