বানারীপাড়া পৌর নির্বাচন: বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর ভোট বর্জন
বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রিয়াজউদ্দিন আহম্মেদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টু ভোট বর্জন করেছেন।
আজ রোববার দুপুরে সাংবাদিকদের কাছে তারা পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপি প্রার্থী রিয়াজউদ্দিন আহম্মেদ জানান, সকাল ৭টা ৪৮ মিনিটে আমার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয় সরকারি দলের লোকজন। তাছাড়া মারধরের ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। ভোটারদের ব্যালট ছিনিয়ে নিয়ে সরকারি দলের নেতা-কর্মীরা বাক্স ভরছেন। ভোটে চরম অনিয়ম হওয়ায় ভোট বর্জন করেছি। বিষয়টি মৌখিকভাবে নির্বাচন কমকর্তাকে জানিয়েছি, লিখিতভাবেও দেবে।
স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মিন্টু বলেন, ‘ভোটে কারচুপি হচ্ছে। আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। প্রশাসনও নির্বিকার ভূমিকায়। ভোট কারচুপির কারণে ভোট বর্জনের ঘোষনা দিচ্ছি।’
তবে, আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীল বলেছেন, ‘সুষ্ঠভাবেই ভোট হচ্ছে। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। পৌরবাসী নৌকাকে সমর্থন করে। জিততে না পারার কথা চিন্তা করেই ভোট বর্জন করেছে ওই দুই মেয়র প্রার্থী।’
Comments