উত্তরাখণ্ডে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ১৫৪

Uttarakhand-1.jpg
দুর্ঘটনার এক সপ্তাহ পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। ছবি: রয়টার্স

ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের তুষারধসের ঘটনায় আরও নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার এক সপ্তাহ পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এখন পর্যন্ত ১৫৪ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রয়টার্স জানায়, জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের আন্ডারগ্রাউন্ড টানেলে আটকে থাকা কয়েক ডজন নির্মাণ শ্রমিককে উদ্ধারে ভারী খননযন্ত্র ব্যবহার করছেন উদ্ধারকারীরা।

স্থানীয় সরকারি কর্মকর্তা সতী ভাদুড়িয়া বলেন, ‘আমরা এখনও সব আশা ছাড়িনি। আমরা আশাকরি, জীবিতদের খুঁজে পাব।’

কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ১৫৪ জন নিখোঁজ আছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সেখানে প্রচুর শিলা, ধ্বংসাবশেষ, বরফ ও পানি রয়েছে, ফলে উদ্ধার প্রচেষ্টা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমবাহের একটি অংশ ভেঙে পড়ায় তুষারধস হয়। ফলে প্রবল পানির স্রোতে আশেপাশের গ্রামগুলো ডুবে যায়। বন্যায় বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন:

উত্তরাখণ্ডে তুষারধস: নিহত ১৪, নিখোঁজ ১৭০

উত্তরাখণ্ডে তুষারধসে বন্যা: নিখোঁজ ১৫০, ব্যাপক ক্ষয়ক্ষতি

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago