কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ রোববার কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলামকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ওয়াগন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ১২টি ট্যাংকারের মধ্যে একটি কাত হয়ে পড়ে যায়। তবে, তেল পড়েনি। প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, গতকাল রাতে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত সপ্তাহে সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগনের ৭টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
Comments