লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী রেজাউল মেয়র নির্বাচিত
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপন ১১ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৫ ভোট।
আজ রোববার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, পৌর নির্বাচনে মোট ২৮ হাজার ৫৪০ জন ভোটার ভোট দিয়েছেন। লালমনিরহাট পৌরসভার মোট ভোটার ৪৭ হাজার ৭৬৯ জন।
সদ্য মেয়র নির্বাচিত রেজাউল করিম স্বপন লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের সাবেক কোষাধ্যক্ষ। তিনি নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। লালমনিরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের একজন পরিচালক তিনি।
অন্যদিকে, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আ. লীগের প্রার্থী রাশেদুল ইসলাম সুইট ১২ হাজার দুইশ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল পেয়েছেন দুই হাজার দুইশ ভোট।
Comments