‘জয় বাংলা স্লোগানে তৃণমূল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়’

‘জয় বাংলা’ স্লোগানের মাধ্যমে মমতা ব্যানার্জির দল বাংলাকে (পশ্চিমবঙ্গ) ‘বাংলাদেশ’-এ পরিণত করতে চাইছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari.jpg-1.jpg
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

‘জয় বাংলা’ স্লোগানের মাধ্যমে মমতা ব্যানার্জির দল বাংলাকে (পশ্চিমবঙ্গ) ‘বাংলাদেশ’-এ পরিণত করতে চাইছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গতকাল রোববার শিলিগুড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তৃণমূল কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ‘খেলা হবে’ স্লোগান ব্যবহার করেন।

চার বছর আগে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এই শব্দ দুটি ব্যবহার করেছিলেন। এরপর থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

এমপি শামীম ওসমানের দেওয়া স্লোগান ব্যবহারের পর শুভেন্দুর দাবি, তৃণমূল কংগ্রেস বাংলাকে ‘বাংলাদেশ’-এ পরিণত করতে চায়, এ কারণেই তারা ‘জয় বাংলা’ স্লোগান আমদানি করেছে।

বিজেপির এই নেতা বলেন, ‘আমাদের স্লোগান হলো “ভারত মাতা কি জয়” এবং “জয় শ্রী রাম।”

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে দাবি করে শুভেন্দু বলেন, ‘তারা (তৃণমূল) যাই করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ ডাবল ইঞ্জিন সরকারকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসবে।’

বিজেপি পশ্চিমবঙ্গে বিভাজনের চেষ্টা করছে, এমন দাবি করে রোববার তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ‘জনতা কার্ড’ এবং ‘মমতা কার্ড’ই পশ্চিমবঙ্গের বিষয়, ‘রাম কার্ড’ নয়।

তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল পার্থ চ্যাটার্জি দাবি করেন, তৃণমূল সরকারের কল্যাণমূলক ব্যবস্থা নেওয়ার কারণে বিজেপি নেতারা হেরে যাচ্ছেন এবং তারা এখন অতিরঞ্জিত কথাবার্তা বলছেন, যা ভোটারদের ওপর কোনো প্রভাব ফেলবে না।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

41m ago