১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সু চিকে জিজ্ঞাসাবাদ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আটকাদেশের মেয়াদ আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ সোমবার বার্তা-সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিকভাবে সোমবার পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে তোলার কথা থাকলেও সেটি বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
সু চির আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে এবং জেলা জজের সঙ্গে আলোচনা করতে সেখানে গিয়েছিলাম। তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের মেয়াদ শেষ হবে ১৭ ফেব্রুয়ারি, আজ না।’
প্রাথমিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারক সু চির সঙ্গে কথা বলবেন বলে জানান তার আইনজীবী।
বিচার-প্রক্রিয়া নিরপেক্ষ হবে কি না? রয়টার্সের সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি নিরপেক্ষ হবে কি হবে না, সে সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারেন।’
সু চিসহ অন্যান্য নেতাদের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে মিয়ানমারজুড়ে বিক্ষোভ জোরালো হচ্ছে। সামরিক সরকারের চাপের মধ্যেও প্রতিদিন কয়েক হাজার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন।
Comments