নেইমারকে ছাড়াই বার্সাকে হারানো ছক কষছেন পিএসজি কোচ
দুই মাসেরও বেশি সময় বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। শেষ ষোলোর লড়াইয়ে হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না দলটি। তবে এ তারকাকে ছাড়াই কাতালানদের হারানোর পরিকল্পনা করছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
আগামীকাল মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে প্রথম লেগে ইউরোপের অন্যতম শক্তিশালী এ দল দুটি মুখোমুখি হচ্ছে। মাঠে নামার আগে উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো বলেছেন, 'অবশ্যই আমাদের কিছু পরিষ্কার পরিকল্পনা ও কাঠামো রয়েছে আক্রমণ করার এবং বার্সেলোনার আক্রমণ প্রতিহত করার। তবে আমরা সবসময় বিশ্বাস রাখি যে আমাদের খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে এবং যতোটা সম্ভব ইতিবাচক ফলাফল নিয়ে আসে।'
মৌসুমের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের বেশ গুছিয়ে নিয়েছে বার্সেলোনা। লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত তারা। শেষ ম্যাচে প্রতিপক্ষ দিপার্তিভো আলাভেসকে উড়িয়ে দিয়েছে দলটি। দারুণ ছন্দে আছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তার সঙ্গে ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন আতোঁয়ান গ্রিজমানও। দারুণ খেলছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, পেদ্রি ও ত্রিনকাওরাও। সবমিলিয়ে কাতালানদের বিপক্ষে তাদের মাঠে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ফরাসি দলটিকে।
তবে এ দলটিকে শুরু থেকেই পর্যবেক্ষণ করছেন পচেত্তিনো। কোচ রোনাল্ড কোমানের হাতে দায়িত্ব আসার পর বার্সার বদলে যাওয়ার খবরটা নিয়মিত রেখেছেন এ কোচ, 'আমি বার্সেলোনার পুরো পরিবর্তনটা দেখেছি, শুরুর দিকে যখন লন্ডনে ছিলাম, যখন রোনাল্ড দায়িত্ব নিল। এটা স্পষ্ট যে দলটি একটি ভিন্ন পর্যায়ে আছে এবং একটি ভিন্ন অধ্যায়ে চলেছে। রোনাল্ড আসার পরপরই সে নিজের দল থেকে সেরা পারফরম্যান্স পাওয়ার জন্য কাজ শুরু করেছে।'
কোমানের অধীনে বার্সা নিজেদের গুছিয়ে নিয়েছে মনে করেন পচেত্তিনো। তবে নিজেরাও প্রস্তুত বলে জানালেন এ কোচ, 'এখন, সাত মাস পর এসে রোনাল্ড তার পরিকল্পনা অনুশীলনে দিতে পারছে এবং দল জানে কোচ এখন কি চায়। আমি এখন স্পষ্ট ধারণা এবং আশ্চর্যজনক ফুটবল খেলোয়াড়সহ একটি শক্ত দল দেখতে পাচ্ছি। তারা এমন একটি দল যারা প্রতিদ্বন্দ্বিতা কীভাবে করতে হয়, এমন একটি দল যা জয়ের জন্য তৈরি। তাদের মানসিকতা বড় ক্লাবগুলোর মতো জয়ের জন্য নির্মিত। পিএসজিও এমন একটি দল যা প্রতিযোগিতা করতে এবং জিততে চায়।'
তবে পিএসজির জন্য বড় ধাক্কা নেইমার না থাকা। এছাড়া দলের আরেক তারকা খেলোয়াড় আনহেল দি মারিয়াকেও পাচ্ছে না দলটি। কিলিয়ান এমবাপের সঙ্গে তাই আক্রমণভাগের দায়িত্ব নিতে হচ্ছে মাউরো ইকার্দি, মোয়েস কিন, হুলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়াকে।
Comments