মিয়ানমারে অভ্যুত্থান: বিক্ষোভকারীদের ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের হুঁশিয়ারি
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে গণবিক্ষোভের মুখে আন্দোলনকারীদের দীর্ঘ কারাবাসের হুঁশিয়ারি দিয়েছে জান্তা সরকার।
আজ সোমবার বিবিসি জানায়, সশস্ত্র বাহিনীর কাজে প্রতিবন্ধকতা তৈরি করা হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে বলে সামরিক সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
এছাড়াও সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত নেতাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হলেও কারাদণ্ড ও জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জান্তা সরকার।
সোমবার, মিয়ানমারে সামরিক সরকারবিরোধী চলমান গণবিক্ষোভ ঠেকাতে দেশটির বড় শহরগুলোতে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
সোমবার মিয়ানমারের সামরিক বাহিনীর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সুরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দিলে সাত বছরের জেল হতে পারে। অন্যদিকে, জনসাধারণের মধ্যে কোনো ধরনের ভয় বা অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তিন বছরের কারাদণ্ড হতে পারে।
মিয়ানমারে নির্বাচিত সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে ও অং সান সু চি’সহ রাজনৈতিক নেতাদের আটকের প্রতিবাদে দেশটিতে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে দেশটিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
Comments