শীর্ষ খবর

অভিজিৎ হত্যা মামলার রায় কাল

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার দেবে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
অভিজিৎ রায়

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার দেবে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

আজ সহকারী পাবলিক প্রসিকিউটর ছারোয়ার খান দ্য ডেইলি স্টারকে জানান, বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের কাল দুপুর ১২টার দিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যের বিরুদ্ধে রায় জানানোর কথা আছে।

মামলার ছয় আসামি হলেন—সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন আবির, মোজাম্মেল হোসেন সায়মন, আবু সিদ্দিক সোহেল, আরাফাত রহমান সিয়াম ও শফিউর রহমান ফারাবী। এদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক এবং বাকিরা কারাগারে আছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তারা তখন একুশে বইমেলা থেকে ফিরছিলেন।

পরদিন অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন।

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

2h ago