বিমানবন্দর এলাকা থেকে নবজাতক উদ্ধার
রাজধানীর বিমানবন্দর এলাকার পাশে একটি জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রাজিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী এক-দুই দিন বয়সী ওই শিশুটিকে দেখতে পেয়ে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, থানা থেকে শিশুটিকে তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে ভর্তি আছে।
বিমানবন্দরের পরিচ্ছন্নতা কর্মী জহুরা আক্তার জানান, সকাল ১১টার দিকে তারা বিমানবন্দর এলাকায় কাজ করার সময় আরেক কর্মী রেহানা বলাকা ভবনের উত্তর পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। পরে, সে শিশুটিকে নিয়ে এলে তারা তাকে নিয়ে থানায় যান।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। নাভি দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তবে, সেটা বন্ধ করা হয়েছে। আর অক্সিজেন এখন না লাগলেও, কিছুটা সাপোর্ট দেওয়া হয়েছে।
Comments