রাজধানীতে মাসে ১৫-২০টি হত্যাকাণ্ড: ডিবি পুলিশ
রাজধানী ঢাকায় মাসে ১৫ থেকে ২০টি হত্যাকাণ্ড ঘটে থাকে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম জানিয়েছেন।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় যুগ্ম-কমিশনার মো. মাহবুব বলেন, 'সম্প্রতি কিশোর গ্যাংয়ের তৎপরতা আবার বেড়েছে। এই কিশোররা সাধারণত নিম্নবিত্ত পরিবারের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা "সালাম" না দেওয়া বা ধূমপান করার মতো বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।'
রাজধানীর মুগদা এলাকায় গত শুক্রবার হাসান (১৭) নামের ছাপাখানার এক কর্মীকে হত্যার অভিযোগে 'ব্যান্ডেজ' নামক একটি কিশোর গ্যাংয়ের সাত জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে যুগ্ম-কমিশনার বলেন, 'সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের হিসেবে তারা হাসানকে হত্যা করে। এক বড় ভাইকে "সালাম" না দেওয়ার কারণে এই দ্বন্দ্বের শুরু।'
সম্প্রতি কদমতলী ও মুগদায় এমন দুটি হত্যার ঘটনায় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
যুগ্ম-কমিশনার বলেন, 'বাবা-মাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একই সঙ্গে এলাকার সচেতন নাগরিকদেরও এ বিষয়ে খেয়াল রাখতে হবে।'
'পুলিশকে সংশ্লিষ্ট থানা এলাকার মাদক বহনকারী ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম বন্ধ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে,' যোগ করেন তিনি।
জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'প্রভাবশালী ব্যক্তি এমনকি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এই গ্যাংগুলোকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'
Comments