‘ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে সক্ষম বার্সা’

messi and koeman
ছবি: টুইটার

লা লিগার পরাশক্তি বার্সেলোনা এখনও ‘ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার’ সামর্থ্য রাখে বলে জোর দাবি করেছেন তাদের কোচ রোনাল্ড কোমান।

দলটির মূল তারকা লিওনেল মেসির চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হয়ে যাচ্ছে। চুক্তি নবায়নের বিষয়ে কোনো ইতিবাচক খবর তো নেই-ই, বরং আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন ঠিকানায় পাড়ি জমানোর গুঞ্জনই জোরালো। তাছাড়া, আগামী মাসে অনুষ্ঠিত হবে ক্লাবটির সভাপতি নির্বাচন। ফলে নানামুখী অনিশ্চয়তায় ঘিরে রেখেছে কাতালানদের।

ইতোমধ্যে লা লিগার অর্ধেকের বেশি মাঠে গড়ালেও শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বেশ পিছিয়ে আছে বার্সা। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ৮ পয়েন্ট কম তাদের।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনা মুখোমুখি হবে পিএসজির। ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবিলা করার আগে সংবাদ সম্মেলনে ডাচ কোচ কোমান শিষ্যদের উপর আস্থা রাখার কথা বলেছেন।

‘দল আগের চেয়ে ভালো করছে। দল ভালো খেলছে। উঁচু মানে রয়েছে। শারীরিকভাবেও দল একটি উচ্চ স্তরে আছে। আর আমাদের এখনও দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে।’

‘এর অর্থ দাঁড়ায়, আমরা যে কাউকে হারাতে পারি। আমরা এটাই করে দেখাতে পছন্দ করি যে, আমরা ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে পারি।’

চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। ওই ধাক্কা সামলে ফর্মে অবশ্য উন্নতি ঘটিয়েছেন মেসিরা। সবশেষ ১৮ ম্যাচে তারা হেরেছেন মাত্র দুটিতে।

কিলিয়ান এমবাপে-মাউরো ইকার্দিদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে বার্সেলোনার। গত শনিবার রাতে লা লিগার ম্যাচে তারা ৫-১ গোলে উড়িয়ে দেয় আলাভেসকে। মেসি ও ত্রিনকাওয়ের পা থেকে এসেছিল জোড়া গোল।

গত গ্রীষ্মে ক্লাব ছাড়ার অনুরোধ জানানো মেসি আছেন দুর্দান্ত ছন্দে। নতুন বছর শুরুর পর ১০ ম্যাচেই ১১ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে সবমিলিয়ে ২৮ ম্যাচ খেলে তার গোল ১৯টি।

৩৩ বছর বয়সী মেসির সম্ভাব্য নতুন ক্লাব হিসেবে পিএসজির পাশাপাশি ম্যানচেস্টার সিটির নামও উচ্চারিত হচ্ছে জোরেশোরে। তবে কোমান ফের বলেছেন, মেসির বার্সেলোনাতে থাকা নিয়ে তিনি ‘খুব আশাবাদী’।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago