আশাশুনিতে ট্রলারডুবি, ৩ শ্রমিক নিখোঁজ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয় জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিন জন এখনো নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ তিন শ্রমিক হলেন— উপজেলার শ্রীউলা গ্রামের বকচর গ্রামের বাবুর আলী (৪২), একই গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও পুঁইজালা গ্রামের আব্দুল আজিজ (৩৫)।
ট্রলারে থাকা শ্রমিক বকচরা গ্রামের আফসার আলী গাজী ও আব্দুল্লাহ জানান, কুড়িকাউনিয়ায় আম্পানের সময় ভেঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ মেরামতের কাজ করার জন্য খাল তারা খাল হচ্ছিলেন। হঠাৎ প্রবল স্রোতে ট্রলার উল্টে তারা নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা নৌকা নিয়ে পর্যায়ক্রমে নয় জনকে উদ্ধার করতে পারলেও তিন জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। আর একজনকে উদ্ধারের পর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রলারচালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় ঘোলের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন।
Comments