মালয়েশিয়ার শ্রমবাজার: যৌথ ওয়ার্কিং গ্রুপের আজকের বৈঠক মুলতবি

মালয়েশিয়া ও বাংলাদেশের পতাকা। ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর ব্যাপারে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজকের মতো মুলতবি করা হয়েছে এবং আগামীকাল পুনরায় শুরু হবে।

আজকের ভার্চুয়াল বৈঠক থেকে মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর ব্যাপারে একটি সিদ্ধান্ত হবে বলে আশা করা হয়েছিল।

আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানান, বৈঠকটি খুব ভালোভাবে চলছিল এবং তাদের দিকে থেকে আজ একটি সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছিল।

আজকের বৈঠক স্থগিতের ব্যাপারে বিস্তারিত না বলে তিনি বলেন, ‘নিশ্চয়ই ওনাদের কিছু চিন্তাভাবনা আছে।’

মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহিন জানান, আজকের আলোচনা ছিল ‘সৌহার্দ্যপূর্ণ’।

শ্রমিকদের ভালো কিছু দেওয়ার আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, ‘আমরা একটি ফলপ্রসূ আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি।’

গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খুলতে সম্মত হয়েছিল মালয়েশিয়া।

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে অনলাইন বৈঠকের সময় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাওয়ানন আশ্বাস দেন, কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে শ্রমিক নিয়োগ শুরু হবে।

নিয়োগ প্রক্রিয়ায় অসদাচরণ এবং উচ্চ নিয়োগ খরচের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি শ্রমিক নিয়োগ স্থগিত করেছিল মালয়েশিয়া।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago