৮৭ দিন পর বার্সা স্কোয়াডে ফিরলেন পিকে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রাতেই মাঠে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ ফরাসি দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এমন ম্যাচের আগে দারুণ সুখবর পেয়েছে কাতালান ক্লাবটি। ৮৭ দিন পর চোট কাটিয়ে এ ম্যাচের স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার জেরার্দ পিকে।
তবে পিএসজির বিপক্ষে মূল একাদশে মাঠে না নামার সম্ভাবনাই বেশি পিকের। খুব প্রয়োজনে মাঠে দেখা যেতে পারে তাকে।
গত নভেম্বরে লা লিগার ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন পিকে। তখন থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে তিনি। তবে ইনজুরি থেকে গুরুত্বপূর্ণ সময়েই ফিরলেন এ ডিফেন্ডার।
এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটও। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে প্রথম লেগের ম্যাচের স্কোয়াডে এ দুই ফুটবলারকেই রেখেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান।
তবে আরেক ডিফেন্ডার রোনালদ আরাউজো এখনও সম্পূর্ণ ফিটনেস ফিরে পাননি। এছাড়া ফিলিপ কৌতিনহো, সের্জি ররার্তো ও আনসু ফাতিকেও পাচ্ছে না দলটি।
বার্সা স্কোয়াড: মার্ক-আন্ড্রে টের স্টেগেন, নেতো, ইনাকি পিনা, সের্জিনো ডেস্ট, জেরার্দ পিকে, ক্লেমো লংলে, জর্দি আলবা, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, ওস্কার মিঙ্গুয়েজা, সের্জিও বুসকেতস, মিরালেম পিয়ানিচ, রিকি পুইচ, পেদ্রি, ম্যাথিয়াস ফের্নান্দেস, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আতোঁয়ান গ্রিজমান, মার্টিন ব্রাথওয়েট, লিওনেল মেসি, উসমান দেম্বেলে ও ফ্রান্সিস্কো ত্রিনকাও।
Comments