সেমি-ফাইনালে জোকোভিচ
আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে দারুণ গতিতেই এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। চোট নিয়ে আগের রাউন্ডের ম্যাচ জয়ের পর কোয়ার্টার ফাইনালেও সহজ জয় পেয়েছেন এ সার্বিয়ান তারকা। আলেকজান্ডার ভেরেভকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
মেলবোর্ন পারকে মঙ্গলবার ম্যাচের শুরুটা ভালো করেছিলেন ভেরেভই। প্রথম ব্রেক পয়েন্ট তুলে নেন তিনি। সে ধারায় প্রথম সেটও জিতে নেন এ জার্মান তারকা। কিন্তু এরপর বাকী গল্পটা জোকোভিচের। দারুণভাবে ঘুরে দাঁড়ান এ সার্বিয়ান তারকা। টানা তিন সেট জিতে ম্যাচ জিতে নেন। অবশ্য শেষ সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জমাট লড়াই করেন ভেরেভ। তবে শেষ পর্যন্ত ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৪ ও ৭-৬ (৮-৬) গেমে ম্যাচ জিতে নেন জোকোভিচই।
তবে ম্যাচে প্রত্যাশামতো খেলতে না পারায় ম্যাচ জয়ের পরও হতাশা প্রকাশ করতে ভুল করেননি জোকোভিচ, 'দ্বিতীয় সেট ছাড়া বাকী সব সেটেই আমি ভালো শুরু করতে পারিনি। শুরুতে আমি আমার সার্ভে হেরে গেছি, তৃতীয় ও চতুর্থ সেটেও। কিন্তু আমি আমার ফোকাস ফেরাতে পেরেছি। তবে যদি আমি না জিততাম তাহলে এটা অপ্রত্যাশিতই হতো। এটা দারুণ একটি ম্যাচ ছিল।'
দিনের অপর ম্যাচে আসরে চমক দেখানো আসলান কারাটসেভকে হারিয়েছেন ১৮ নম্বর বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। যদিও প্রথম সেটটা হেরে গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ২-৬, ৬-৪, ৬-১ ও ৬-২ গেমে জিতে সেমি-ফাইনালের টিকেট কেটেছেন এ বুলগেরিয়ান তারকা।
Comments