হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াকে গ্রেপ্তার করুন: অভিজিতের ভাই

সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া। ছবি: সংগৃহীত

লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়াকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার ছোটভাই অনুজিৎ রায়।

আজ মঙ্গলবার মামলার রায়ের পর অনুজিৎ বলেন, রায়ের পর পুলিশ যেন বসে না থাকে। তাদের উচিত হত্যার দুই মূল পরিকল্পনাকারী মেজর জিয়া ও আকরাম হোসেনকে অবিলম্বে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে লেখক অভিজিৎকে হত্যার দায়ে ঢাকার ট্রাইব্যুনাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনুজিৎ বলেন, জঙ্গি গোষ্ঠী আরও প্রতিহিংসাপরায়ণ ও আরও বেশি লোককে হত্যার চক্রান্ত করতে পারে।

তিনি আরও বলেন, 'দুই মূল পরিকল্পনাকারী এখনও বাইরে এবং তা উদ্বেগের বিষয়।'

'সময় নিলেও, রায় নিয়ে আমি সন্তুষ্ট,' তিনি বলেন।

তিনি আরো বলেন, 'দেশে যখন উগ্রবাদ চরম আকার ধারণ করছে এবং ধর্ম অবজ্ঞার দোহাই দিয়ে হত্যার ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এ সময় এই রায় নিয়ে আমি সন্তুষ্ট। আমার বাবা বেঁচে থাকলে তিনিও সন্তুষ্ট হতেন।'

রায় শিগগির কার্যকরের দাবি জানান তিনি।

Comments

The Daily Star  | English

Polls could be held in mid-February

Chief Adviser Prof Muhammad Yunus has said the next general election could be held in the week before the start of Ramadan in 2026.

49m ago