মুন্সিগঞ্জে ৩ ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদফতর, জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা ও কৃষিজমি ব্যবহার করার দায়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানের তিন ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চলে।
আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বালুরচর ও বাসাইল ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।
জানা যায়, মেসার্স নসিব ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ইটভাটাকে তিন লাখ টাকা এবং মেসার্স সাজিদ ব্রিকসকে দেড় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, তিনটি ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করে আসছিল। এ ছাড়া, কৃষি জমিও ইটভাটার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।
এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রচুর কাঁচা ইট বিনষ্ট করেন। জরিমানা পরিশোধ করে দেওয়ায় ইটভাটাগুলোকে স্বল্প সময়ের মধ্যে ছাড়পত্র নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Comments