মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে মূল্য দিতে হবে: বাইডেন

JOE BIDEN.jpg
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ বুধবার বার্তা-সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে চীন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন এমন হুঁশিয়ারি দিয়েছেন। ওই অনুষ্ঠানে তাকে জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের প্রতি চীনের অবিচার নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি ‘চীনকে এর জন্য মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দেন।

উইঘুর শিবিরে মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

মঙ্গলবার টাউন হলের অনুষ্ঠানটি সম্প্রচার করেছে মার্কিন টেলিভিশন সিএনএন। ওই অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘চীন তার কাজের ফল পাবে এবং তিনি (শি) এটা জানেন।’

বাইডেন জানান, মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে আমেরিকা তার বৈশ্বিক ভূমিকায় ফিরবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চীনের সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।

জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই বাইডেন বলেছিলেন, ‘চীন বিশ্বনেতা হওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে। তবে সেই নাম পেতে হলে তাদেরকে অন্য দেশের আস্থা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ তারা মৌলিক মানবাধিকারের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকবে, ততদিন তাদের পক্ষে এটি কঠিন হবে।’

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago