চোট কাটিয়ে ফিরলেন উমেশ
অস্টেলিয়া সফরে বক্সিং ডে টেস্টের পর চোটে ছিটকে গিয়েছিলেন পেসার উমেশ যাদব। লম্বা সময়ের বিরতির পর সেরে উঠেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দলে ডাক পড়েছে তার।
উমেশ ফেরায় ছেড়ে দেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। মুম্বাইর হয়ে তিনি এখন ঘরোয়া ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি খেলতে যাবেন।
স্কোয়াডে জায়গা পাওয়ার আগে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা হয় উমেশের। পায়ের মাংসপেশির চোটে পড়ে গুরুত্বপূর্ণ সফরের মাঝে ছিটকে যাওয়ার লম্বা মিছিলে যোগ হয়েছিল উমেশের নাম।
২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে দিবারাত্রির টেস্ট খেলবে ভারত-ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটিও হবে আহমেদাবাদে। এই দুই ম্যাচের উপরই নির্ভর করছে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কারা।
গোলাপি বলে দিবারাত্রির টেস্টে পেসারদের অনুকূল কন্ডিশনই থাকার কথা। জাসপ্রিট বুমরাহ, ইশান্ত শর্মার সঙ্গে খেলতে দেখা যেতে পারে গতিময় পেসার উমেশকে।
শেষ দুই টেস্টের ভারত স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়েশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
Comments