ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ প্রত্যাহার
ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা। আজ দুপুর সোয়া ২টার দিকে তারা এই অবরোধ শুরু করে।
পুলিশের সঙ্গে শ্রমিকদের আলোচনার পর বিকেল সাড়ে ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার সিলেটের আম্বরখানা-চৌহাট্টা সড়কের পাশে ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদের সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে পরিবহন শ্রমিকরা।
এসময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক পরিবহন শ্রমিককেও আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষ
Comments