১ বছর পর প্রকাশ্যে কিমের স্ত্রী
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম জানিয়েছে, দেশটির নেতা কিম জং উনের স্ত্রী গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন।
আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রি সোল-জু মঙ্গলবার স্বামী কিম জং উনের সঙ্গে কিমের প্রয়াত পিতা এবং প্রাক্তন নেতা কিম জং ইলের জন্মদিন উপলক্ষে একটি কনসার্টে যোগ দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অতীতে রি প্রায়ই কিমের সঙ্গে প্রধান প্রধান অনুষ্ঠানে যোগ দিতেন। কিন্তু, গত বছরের জানুয়ারি থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস গতকাল কংগ্রেস সদস্যদের বলেছে, রি কোভিড-১৯ পরিস্থিতির কারণে জনসম্মুখে হাজির আসা থেকে বিরত ছিলেন। তিনি হয়তো সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
রোডং সিনমুন অনুসারে, এই দম্পতি মঙ্গলবার একসঙ্গে মানসুদাই আর্ট থিয়েটারে প্রবেশ করেন।
সংবাদমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, অনুষ্ঠানে এই দম্পতি হাসছেন। কিন্তু, তাদের মুখে মাস্ক বা সামাজিক দূরত্ব ছিল না।
Comments