বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার শুরু

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আসামি দেলোয়ার হোসেন ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক জয়নাল আবেদীনের আদালতে অভিযোগ গঠন করা হয়।
আদালতে বাদিপক্ষের শুনানিতে অংশ নেন আইনজীবী মোল্লা হাবিবুল রসুল মামুন। এ সময় তাকে সহযোগিতা করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে আয়েশা বেগম শিরিন, সাহিদা আক্তার, ছালেহা বেগম ও কল্পনা রানী দাস।
আইনজীবী মোল্লা হাবিবুল রসুল মামুন জানান, শুনানির আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
এসময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে, আদালতে আসামিদের পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।
গত বছর ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার সহযোগীরা গৃহবধূর ঘরে ঢুকে নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই নারী বেগমগঞ্জ মডেল থানায় গত ৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে মামলা করেন। পরে ৬ অক্টোবর দেলোয়ার ও কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে।
পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক সিরাজুল মোস্তফা গত ১৪ ডিসেম্বর দেলোয়ার ও সহযোগী আবুল কালামের বিরুদ্ধে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম উৎপল চৌধুরীর আদালতে মামলার অভিযোগপত্র দেন।
আরও পড়ুন-
বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: দেলোয়ারসহ ১৪ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: রিমান্ড শেষে কারাগারে দেলোয়ার
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে আরও ২ আসামির স্বীকারোক্তি
৩ আসামি নিয়ে পিবিআই’র ঘটনাস্থল পরিদর্শন
বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে আরও এক আসামির জবানবন্দি
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন ও ভিডিওধারণ, আটক ১
নোয়াখালীর সংঘবদ্ধ ধর্ষণ মামলা পিবিআইতে হস্তান্তর
বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার কালাম ও শাহেদ রিমান্ডে
Comments