জাবির ভর্তি পরীক্ষা শুরু ৬ জুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ সেশনে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৬ জুন।
আজ বুধবার জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পরিষদের সভায় আমরা এই শিডিউল পেয়েছি। ২০ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ হবে। ভর্তি প্রক্রিয়া মে মাস থেকে শুরু হবে বলে আশা করা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষা অনলাইনে হবে নাকি শারীরিকভাবে হবে তা আমরা এখনও নির্ধারণ করিনি। করোনা মহামারি পরিস্থিতির ওপর সব নির্ভর করবে। আমরা দুই পদ্ধতির জন্যই প্রস্তুত থাকব।’
পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juuniv.edu) এবং সংবাদপত্রে প্রকাশ করা হবে।
Comments