২০ সরকারি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা জুন-জুলাইয়ে
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী জুন-জুলাই মাসে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ।
১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্য বিভাগের এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৩ অথবা ১০ জুলাই ভর্তি পরীক্ষা হতে পারে।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল সভায় এসব তারিখ নির্ধারণ করা হয়।
এছাড়া, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এই তিন বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ জুন নির্ধারণ করেছে পরিষদ।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয় পরিষদের ডেপুটি সেক্রেটারি মোতাহার হোসাইন জানান, ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিন দিনে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে পারে।
এ দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ মে মাসের ২১, ২২, ২৬ ও ২৭ তারিখ এবং ৫ জুন এবং ১০ জুন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ জুন মাসের ৬ থেকে ১৮ ও ২০ তারিখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটির ২৬ জুন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১৮ জুন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির ২৬ ও ২৭ তারিখ অনুষ্ঠিত হবে।
তবে, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডেন্টাল কলেজের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
Comments