কচুয়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় স্ত্রী লাভলী আক্তার (২২) কে হত্যার অভিযোগে স্বামী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতে জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
কচুয়া থানা পুলিশ জানায়, কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের মোকসুদ আলীর মেয়ে লাভলী আক্তারের সঙ্গে প্রায় ৫ বছর আগে একই উপজেলার মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদাত হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় বসবাস করছিল। গত রবিবার লাভলী ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যার পর থেকে মেয়ের সঙ্গে আর যোগাযোগ হয়নি বলে জানান লাভলীর মা খোশনেয়ারা বেগম।
পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন লাভলীর মরদেহ কচুয়া উপজেলার বাচাইয়া ইটভাটার পাশে একটি মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় মঙ্গলবার পুলিশ নিহত লাভলীর স্বামী শাহাদাত হোসেনকে আটক করলে জিজ্ঞাসাবাদে শাহাদাত তার স্ত্রী লাভলীকে শ্বাসরোধ করে বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন।
তিনি বলেন,শাহাদাতের আগে একটি বিয়ে হয়েছিল। সেখানে একটি বাচ্চাও আছে। এই বিষয়টি লাভলীর কাছে গোপন করেন তিনি। এ নিয়ে ঝগড়া বিবাদের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার লাভলীর মা কচুয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
Comments