হারলেও অ্যাওয়ে গোলের সন্তুষ্টি জুভেন্টাসের

ছবি: সংগৃহীত

রক্ষণভাগের ভুলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। আর দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করে আরও একটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। একটি গোল আদায় করে নেয়। ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে কিছুটা সুবিধা আদায় করে দলটি।

পর্তুগালের স্তাদিও দো দ্রাগোয় বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো।

এদিন ম্যাচের ৬৩ সেকেন্ডে রদ্রিগো বেন্তানকুরের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ডি- বক্সের সামনে বেন্তানকুরকে পাস দিয়েছিলেন ভয়চেখ স্ট্যাসনি। কিন্তু ফিরতি পাস দিতে গিয়ে ভুল করে ফেলেন এ উরুগুইয়ান মিডফিল্ডার। কিন্তু পাশেই ছিলেন মেহেদি তারেমি। ছুটে গিয়ে স্ট্যাসনির সঙ্গে ট্যাকলিংয়ে জিতে বল জালে পাঠান এ ইরানি ফরোয়ার্ড।

এতো বড় ভুলের পরও নিজেদের গুছিয়ে উঠতে পারেনি সফরকারীরা। উল্টো ২৩তম মিনিটে স্ট্যাসনির ভুলে ফের বিপদে পড়তে যাচ্ছিল দলটি। তবে সের্জিও অলিভেইরার শট ডিফেন্ডার মাতাইস ডি লিটের পায়ে লেগে দিক পাল্টে গেলে সে যাত্রা বেঁচে যায় দলটি।

বলার মতো আক্রমণ ম্যাচের ৪১তম মিনিটে করে জুভেন্টাস। ফ্রিকিক থেকে নেওয়া শটে ডি-বক্সে সৃষ্টি হওয়া জটলা থেকে দারুণ এক ব্যাক ভলি করেছিলেন আদ্রিয়ান রাবিওত। তবে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন পোর্তো গোলরক্ষক আগুস্তিন মারচেসিন।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার ১৯ সেকেন্ড যেতেই দ্বিতীয় গোল হজম করে জুভেন্টাস। ডান প্রান্ত থেকে উইলসন মানাফার পাস ধরে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে বল জালে পাঠান মুসা মারেগা। ৫২তম মিনিটে দারুণ এক সেভ করেন স্ট্যাসনি। উইলসন মানাফার কাছ থেকে বল পেয়ে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন অলিভেইরা। দারুণ দক্ষতায় তার শট ঠেকিয়ে দেন এ পোলিশ গোলরক্ষক।

১৩ মিনিট পর দূরপাল্লার ভালো শট নিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর পাল্টা আক্রমণে দারুণ এক ব্যাক ভলি নিয়েছিলেন ম্যানুয়েল করোনা। লাফিয়ে কর্নারের বিনিময়ে ফেরান পোর্তো গোলরক্ষক স্ট্যাসনি। ৭০তম মিনিটে ফেদেরিকো চেইসার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে দিক বদলে জালের দিকেই যাচ্ছিল। তবে ঝাঁপিয়ে পড়ে সে যাত্রা দলকে রক্ষা করেন গোলরক্ষক মারচেসিন। ছয় মিনিট পর আলভারো মোরাতার শটও ঠেকিয়ে দেন এ গোলরক্ষক।

৮২তম মিনিটে মূল্যবান অ্যাওয়ে গোলটি পায় জুভেন্টাস। বাঁ প্রান্ত থেকে রাবিওতের কাটব্যাক থেকে ডান প্রান্তে ফাঁকায় বল পেয়ে নিখুঁত এক শটে লক্ষ্যভেদ করে চিয়েসা।

দিনের অপর ম্যাচে সেভিয়াকে তাদের মাঠে হারিয়েছে জার্মান দল বরুসিয়া ডর্টমুন্ড। স্পেনের স্তাদিও রামোন সানচেজ পিজুয়ানে সেভিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারায় ডর্টমুন্ড। ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করেছেন হালের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ড। মাহমুদ দাহুদের করা অপর গোলটির যোগানদাতাও তিনি। সেভিয়ার হয়ে একটি করে গোল করেছেন সুসো ও লুক ডি ইয়ং।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

9h ago