অস্ত্র মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি

irfan selim
ইরফান সেলিম। ছবি: প্রথম আলোর সৌজন্যে

সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মামলাটির তদন্তকারী কর্মকর্তার আবেদেনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর-১ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় গত ৪ জানুয়ারি লালবাগ থানা পুলিশ অস্ত্র ও মাদক মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতির আবেদন করে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদলতের তদন্ত প্রতিবেদন জমা দেয়।

অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে গত ২৭ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়।

ওই দিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক জানিয়েছিলেন, নৌবাহিনীর এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে ইরফানের বাসায় র‍্যাব অভিযান চালায়। তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য থাকার গোয়েন্দা তথ্য ছিল। অভিযানে আগ্নেয়াস্ত্র ছাড়াও তার বাসা থেকে ওয়াকিটকি হ্যান্ডসেট পাওয়া যায়।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, তিনি চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য অবৈধভাবে ওই ওয়াকিটকি ব্যবহার করতেন। এ ছাড়া, তিনি ব্যক্তিগত নিরাপত্তা ও শক্তি প্রদর্শনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন।’

অবৈধ ওয়াকিটকি ও মাদক রাখার অভিযোগে ইরফানকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

আরও পড়ুন

ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago