সুরক্ষা অ্যাপ নয়, মন্ত্রী উদ্বোধন করলেন অন্য অ্যাপ
টিকা গ্রহীতাদের জন্য করোনার নিবন্ধনের মোবাইল অ্যাপ চালু করার কথা ছিল অনেক আগেই। দেরিতে হলেও আজ স্বাস্থ্যমন্ত্রী সুরক্ষা নামে একটি অ্যাপ উদ্বোধন করলেন। কিন্তু প্লে স্টোর ঘুরে দেখা গেল, সেটা এখনো চালু হয়নি!
স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে জানা যায়, এটি সুরক্ষা অ্যাপ নয়। এটি টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মীদের ব্যবহারের জন্য একটি অ্যাপ। টিকা গ্রহীতার কার্ডের কিউ-আর কোড স্ক্যান করে ‘টিকা প্রদান সম্পন্ন হয়েছে’ এই তথ্য সার্ভারে পাঠাতে এটি ব্যবহার করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই অ্যাপ উদ্বোধনের সময় বলেন, ‘আজকে যে কাজের জন্য আমরা সুন্দরভাবে আয়োজন করলাম... আজকে সুরক্ষা কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
তিনি আরও বলেন, ‘সুরক্ষা ভ্যাকসিন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমের সক্ষমতা আরও এক ধাপ বৃদ্ধি পেল।’
এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডর সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও মন্ত্রীর সুরক্ষা অ্যাপ উদ্বোধনের কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই অ্যাপটি হচ্ছে পেপারলেস একটি অনলাইন কার্যক্রম। এখানে কাগজ-কলমের কোনো প্রয়োজন হয় না। অ্যাপটি ব্যবহার করে মানুষের আরও বেশি উপকার হবে।’ পরে বিভিন্ন সংবাদমাধ্যমে সুরক্ষা অ্যাপ চালু হয়েছে এমন সংবাদ প্রকাশিত হলে বিভ্রান্তির সৃষ্টি হয়।
পরে স্বাস্থ্য অধিদপ্তেরের সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন জানান, ‘এটি মূলত টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মীদের ব্যবহারের জন্য। আর সুরক্ষা অ্যাপের কাজ এখনো শেষ হয়নি।’
যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশনের পরিচালক ও মিডিয়া সেলের সদস্য ডা. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিবন্ধন অ্যাপ চালু হয়েছে।’
সুরক্ষা অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না জানালে তিনি বলেন, ‘এই বিষয়টি আমি জানি না, আইসিটি বিভাগ বলতে পারবে।’
Comments