গাজীপুরে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ীতে পারিবারিক কলহের জেরে আগুনে দগ্ধ গৃহবধূ মর্জিনা বেগম (৪০) মারা গেছেন। ১১ দিন হাসপাতালে চিকিৎসার পর গতকাল বুধবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
মর্জিনা বেগম টাঙ্গাইলের দেলদুয়ারের উপজেলার ইয়াসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং সিরাজগঞ্জ সদরের জয়নগর এলাকার স্বাধীন আলীর স্ত্রী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশেল কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, মামলা সূত্রে জানা গেছে গত ৭ ফেব্রুয়ারি কোনাবাড়ীতে একটি ভাড়া বাসায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী মর্জিনার গায়ে আগুন দেয় স্বামী স্বাধীন। প্রতিবেশীরা মর্জিনাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী এলাকার শরীফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।
ওসি আবু সিদ্দিক জানান, স্বামী স্বাধীন আলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মনিরুল ইসলাম একটি মামলা করেছেন।
Comments